অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত|| নাজু সভাপতি ওপলাশ সম্পা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০১৯ রাত ০৯:০৯

remove_red_eye

৯৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক || ভোলার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোলা সরকারি স্কুলের মাঠে বুধবার সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু’র সভাপত্বিতে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ মহাদেশের অন্যতম প্রাচীন সংগঠন। এ সংগঠনের হাত ধরেই বাংলাদেশ আজ একটি স্বাধীন ভূখন্ড পেয়েছে। বর্তমানে দেশের মানুষের উন্নয়ন ও অর্থনীতির মুক্তির জন্য কাজ করছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ সরকার। তাই আগামী দিনে যারা কমিটিতে আসবে তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যার মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানর সঞ্চলনা করেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ। সম্মেলনে পৌর কাউন্সিলর ও ডেলিগেটদের সমর্থনে নজিবুল্লাহ নাজু সভাপতি ও শাহ আলী নেওয়াজ পলাশকে সাধারন সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য পৌর আওয়ামীলীগের এ কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে ভোলা পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।